শর্তাবলী

আমাদের.শপ-এর ওয়েবসাইটে ভিজিট করায় আপনাকে ধন্যবাদ। সলভারস কর্তৃক প্রদত্ত একটি অনলাইন সার্ভিস হচ্ছে আমাদের.শপ। নিচের লিখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে, আপনি এই ওয়েবসাইটের সার্ভিস ব্যবহার করতে পারেন। অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে নিম্নলিখিত শর্ত ও নীতিমালা সম্পর্কে ভালো ভাবে জেনে নিন।

আমাদের.শপ যে কোনো সময় এই শর্ত ও নীতিমালার পরিবর্তন করতে পারে। এ ধরনের কোনো পরিবর্তনের পর আপনি ওয়েবসাইটটি ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে, পরিবর্তনগুলির প্রতি আপনার সম্মতি রয়েছে। এই শর্ত ও নীতিমালার কোনো অংশ আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হলে অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

সাধারণ শর্তাবলী:

আমাদের.শপ এ লেখা/ ছবি/ গ্রাফিক্স আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে আমাদের.শপ দায়বদ্ধ নয়।

ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়- দায়িত্ব এবং দাবি থেকে আমাদের.শপ সম্পূর্ণভাবে মুক্ত।

 

ব্যবহারকারীগণ সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু আমাদের.শপ-এর শর্তাবলী মেনে আমাদের.শপ-এর অংশীদার সাইটসমূহে উপস্থাপন করা যেতে পারে।

আমাদের.শপ-এর দায়বদ্ধতাঃ

আমাদের.শপ-এর সকল ব্যবহারকারীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা ওয়েবসাইট ও কনটেন্ট নিজ দায়িত্বে ব্যবহার করুন। আমাদের.শপ-এর ওয়েবসাইট ব্যবহার করার সময় যে মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তা আমাদের.শপ-এর নিয়ন্ত্রণাধীন নয়। তাই সঙ্গত কারণে ওয়েবসাইটটির তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে কোনো ত্রুটির জন্য আমাদের.শপ দায়ী থাকবে না।

আমাদের.শপ সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার জন্য। তবে আমাদের কোনো কনটেন্টে ভূলবশত তথ্যগত ভুল থাকলে, এবং সেটির উপর ভিত্তি করে ব্যবহারকারীরা কোন সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে, এই জন্য ইশপকে কোনভাবে দায়ী করা যাবে না। এ ব্যাপারে ওয়েবসাইটের ব্যবহারকারীকে সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে।

গোপনীয়তাঃ

আমাদের.শপ, ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এটি আমাদের.শপ ব্যবহার করার একটি শর্ত যে, প্রত্যেক ব্যবহারকারী, আমাদের.শপকে তথ্য সংগ্রহ এবং ব্যবহারের অনুমতি প্রদান ও অনুমোদন করে। আমাদের.শপ, সংগৃহীত তথ্য এর অ্যাফিলিয়েট কোম্পানী এবং অন্য যেকোনো ব্যক্তির সাথে আমাদের.শপ পরিচালনার, তাতে সহায়তা করার এবং ব্যবস্থাপনা করার উদ্দেশ্যে, এবং আমাদের.শপ-এর উন্নয়নের, যেমন গবেষণা, বিপণন, পণ্য উন্নয়ন ও পরিকল্পনা, কাজে ব্যবহার করতে পারে।

কুকিজঃ

এই সাইট “কুকি” ব্যবহার করে। এর মানে হল যে, এই সাইটের সমস্ত বৈশিষ্ট্য ভালোভাবে কাজ করার জন্য আপনার কম্পিউটারে কুকি সক্রিয় থাকতে হবে। কুকি হলো একটি ছোট ডাটা ফাইল যা আপনার হার্ড ড্রাইভে সক্রিয় থাকে যখন আপনি কোন ওয়েব সাইট ব্যবহার করেন। কুকি ফাইলগুলো কিছু নির্দিষ্ট তথ্য সংরক্ষণ করে থাকে, যেমন ব্যবহারকারীর আইডি হিসেবে একটি অনির্দিষ্ট সংখ্যা (random number user ID) যা ওয়েবসাইট কর্তৃক কোন পরিদর্শকের জন্য নির্ধারণ করা হয় যাতে ঐ পাতার তথ্য সম্পর্কে জানা যায়। একটি কুকি আপনার হার্ড ডিস্কের বাইরের তথ্য পড়তে বা অন্যান্য সাইটের তৈরি করা কুকি ফাইল পড়তে পারে না। কোনো ব্যবহারকারীর পরিচয় খুঁজে বের করতে কুকিজ নিজে ব্যবহৃত হতে পারে না।

 

ব্যবহারকারীদের ইমেল ঠিকানাঃ

আমাদের.শপ ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের একটি কার্যকর ইমেইল ঠিকানা জমা দিতে হয়। ব্যবহারকারীর ইমেইল ঠিকানা প্রকাশ্যে প্রদর্শন করা হবে না।

সাইটের প্রাপ্যতাঃ

আমাদের.শপ ওয়েবসাইটে একটানা বা নিরাপদ প্রবেশের নিশ্চয়তা প্রদান করে না। ওয়েবসাইটটি প্রদান করা হয় "যেমন আছে" এবং যেমন ও যখন লভ্য সে হিসেবে।

আমাদের.শপ ওয়েবসাইট ব্যবহার সংক্রান্ত শর্ত ও নীতিমালাঃ

ব্যবহারকারী প্রদত্ত তথ্যঃ

আপনি আমাদের.শপ-এর ওয়েবসাইটে যেসব তথ্য প্রদান করবেন সেগুলি আমাদের প্রাইভেসি পলিসির আওতাধীন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে হলে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, ওয়েবসাইটে আপনি এমন কিছু লিখবেন না বা আপলোড করবেন না যা দু্ই পক্ষের অধিকারের পরিপন্থী।

আপনি যদি কোনো ধরনের ব্যবসা সংক্রান্ত তথ্য আমাদের.শপ-এ প্রকাশ করলে বা ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য বা ধারণা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করেন, সেটিকে যে কোনো প্রয়োজনীয় উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার আমাদের.শপ-এর রয়েছে।

আপনি যদি ওয়েবসাইটে মতামত আদান প্রদান করেন তবে সে দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। আপনার কথা বা মতামতের যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়া হয় তবে এই ব্যাপারে আমাদের.শপ দায়ী থাকবে না।

আমাদের.শপ-এর তথ্য নীতিমালা নিম্নরূপঃ

  • আমাদের.শপ-এর ওয়েবসাইটে আপনি কেবল সেই সব তথ্য (লেখা/ছবি/ভিডিও/অডিও) পোস্ট করতে পারবেন যা আপনার নিজের তৈরি বা যেটি শেয়ার করার আইনগত অধিকার আপনার রয়েছে। আপনি এমন তথ্য ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন না যা অন্য কোনো ব্যক্তির ট্রেডমার্ক, কপিরাইট, প্রাইভেসি বা অন্য কোনো অধিকার খর্ব করে।
  • ওয়েবসাইট এমন কাজে ব্যবহার করা যাবে না যা প্রচলিত আইনের বিরুদ্ধে যায়।
  • এমন কোনো তথ্য পোস্ট করা যাবে না যা অন্যের সম্মান বা গোপনীয়তাকে ক্ষুন্ন করে।
  • সফটওয়্যার ভাইরাস বা কম্পিউটার কোডযুক্ত এমন কোনো কিছু আপলোড করবেন না, যা ওয়েবসাইটটির কোনো সফটওয়্যারের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে।
  • আমাদের.শপ-এর ওয়েবসাইটে বিদ্বেষমূলক, অপমানজনক, যৌনতাপূর্ণ ও যে কোনো ধরনের অশ্লীলতাযুক্ত তথ্য শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • রাষ্ট্রের আইন ও আমাদের.শপ-এর শর্ত ও নীতিমালা, বিজ্ঞাপন নীতিমালা ও প্রাইভেসি পলিসির পরিপন্থী কোনো বিষয় সম্বলিত তথ্যও ওয়েবসাইটে শেয়ার করা যাবে না।
  • কোনো ব্যক্তি/ প্রতিষ্ঠানেরর সম্মতি ছাড়া তার সম্পর্কে কোনো তথ্য (নাম, ফোন/মোবাইল নম্বর, ই-মেইল/ ওয়েবসাইট অ্যাড্রেস) অন্য কারো কাছে উন্মুক্ত করা থেকে বিরত থাকতে হবে।
  • ব্যক্তিগত নিরাপত্তা রক্ষা করার স্বার্থে এমন কোনো তথ্য ওয়েবসাইটে শেয়ার করবেন না যাতে আপনার বা অন্য কারও ব্যক্তিগত তথ্য রয়েছে।
  • অন্য কোনো ব্যক্তির ছবি বা ভিডিও তার অনুমতি ব্যতীত প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • আপনি ব্যতীত অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট করার সুযোগ দেয়া যাবে না।
  • স্প্যামিং করা যাবে না।
  • এমন কোনো আচরণ করা যাবে na যা অন্য কোনো ব্যক্তিকে আমাদের.শপ-এর সেবা গ্রহণে বাধা প্রদান করে।

কোন নিয়ম-নীতি লঙ্ঘন করা হলে তার বিরুদ্ধে আমাদের.শপ যে কোনো সময় নিম্লিখিত পদক্ষেপগুলি নেয়ার ক্ষমতা রাখেঃ

  • কোনো ধরনের যোগাযোগ বা কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে সম্পর্কে অনুসন্ধান করা।
  • কোনো ব্যবহারকারী আমাদের.শপ-এর শর্ত ও নীতিমালা ভঙ্গ করলে তাকে সেবা থেকে অপসারিত করা।
  • আমাদের.শপ-এর ওয়েবসাইটে প্রকাশিত কোনো কনটেন্ট যদি নীতিমালা বহির্ভূত (অশ্লীল/ অপমানজনক/ বেআইনী) হয় তবে তা অপসারণ করা।

আমাদের.শপ-এর ওয়েবসাইটে কোনো তথ্য শেয়ার করার অর্থ হল-

(ক) আমাদের.শপ সেটি ব্যবহার (কপি, প্রিন্ট. পোস্ট, পরিবর্তন ও বন্টন ইত্যাদি) করার আইনগত অধিকার রাখে;
(খ) তথ্যে উল্লিখিত ব্যক্তি (শিশুদের ক্ষেত্রে তাদের অভিভাবক)/ প্রতিষ্ঠান আমাদের.শপ-কে তথ্যটি ব্যবহার (কপি, প্রিন্ট. পোস্ট, পরিবর্তন ও বন্টন ইত্যাদি) করার অনুমতি প্রদান করছেন।

ব্যবহারকারীদের পোস্টকৃত তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পূর্বে আমাদের.শপ তা রিভিউয়ের মাধ্যমে যে কোনো কারণে যে কোনো সময়ে অপসারণ করার অধিকার রাখে।

 

ব্যবহারকারীর পাসওয়ার্ড সংক্রান্ত নীতিমালাঃ

আমাদের.শপ-এর মাধ্যমে আপনি ব্যবসায়িক তথ্য সংরক্ষণ করতে পারবেন। তবে আমাদের.শপ-এ আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব আপনার নিজের। নিরপত্তার খাতিরে নিজের অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য অপরিচিত কোনো ব্যক্তির কাছে উন্মুক্ত করবেন না। অ্যাকাউন্টের পাসওয়ার্ড সরক্ষিত না মনে হলে বা অ্যাকাউন্ট যদি ডি অ্যাক্টিভেট করতে হলে তৎক্ষণাৎ আমাদের.শপ-কে জানাতে হবে। আমাদেরকে ই-মেইল করার জন্য ওয়েবপেজের “যোগাযোগ” অংশটি দেখুন। আমাদের.শপ-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনার দেয়া তথ্যের বিশ্লেষণ, পরিবর্তন, ব্যবহার এবং সংরক্ষণের অধিকার আমাদের.শপ-এর রয়েছে।

অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক বা বিজ্ঞাপন প্রকাশঃ

আমাদের.শপ অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক বা বিজ্ঞাপন প্রকাশ করতে পারে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্টের ব্যপারে আমাদের.শপ কোনো দায়িত্ব বহন করে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহারকারী নিজ দায়িত্বে করবে এবং তা ঐ ওয়েবসাইটের শর্ত এবং নীতিমালার আওতাধীন থাকবে।

ওয়েবসাইট কনটেন্ট সংক্রান্ত শর্ত ও নীতিমালাঃ

কনটেন্ট এর সীমাবদ্ধতাঃ

আমাদের ওয়েবসাইটে প্রাপ্ত ও আমাদের.শপ-এর কর্মী বা ওয়েবসাইটের অন্য কোনো ব্যবহারকারীর প্রদানকৃত তথ্যের উপর আপনি নির্ভরশীল হলে তার দায়ভার সম্পূর্ণরূপে আপনার। ওয়েবসাইটের কোন কনটেন্ট আপনার কাছে আপত্তিকর মনে হলে উক্ত কনটেন্ট সম্পর্কে আমাদের যোগাযোগ পাতায় জানাতে আপনার মতামত পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

কনটেন্টের ব্যবহারঃ

আমাদের.শপ–এর ওয়েবসাইটের যে কোনো কনটেন্ট বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক আইন দ্বারা সংরক্ষিত। এই শর্ত ও নীতিমালা না মেনে ওয়েবসাইটটি ব্যবহার করা হলে তা কপিরাইট, ট্রেডমার্ক ও অন্যান্য আইনের পরিপন্থী হতে পারে। কোনো ধরনের নোটিশ প্রদান ছাড়াই আমাদের.শপ কর্তৃপক্ষ ওয়েব সাইটটির কনটেন্ট অপসারণ বা পরিবর্তনের অধিকার রাখে। আমাদের শর্ত ও নীতিমালা কোনো ব্যবহারকারী ভঙ্গ করলে তিনি আমাদের.শপ-এর কনটেন্ট ব্যবহার করার অনুমতি হারাবেন।

 

পণ্য সংক্রান্ত শর্ত ও নীতিমালা

পণ্যের তালিকাভুক্তির, পণ্য স্টকে থাকার, ফেরত পণ্য গ্রহণ করার ব্যাপারে বিক্রেতাদের সততা বা নির্ভুলতার বিষয়ে, অথবা কোনো অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে, বা ক্রেতা কর্তৃক সফলভাবে লেনদেনটি সম্পন্ন করার ব্যাপারে আমাদের.শপ কোনো গ্যারান্টি প্রদান করে না। বিক্রেতাদের কারণে পণ্য না পাওয়া বা ভুলভাবে তদারকি করার কারণে অসন্তোষজনক বা বিলম্বিত পারফর্মেন্স, হারানো, ক্ষয়ক্ষতি বা বিলম্বের জন্য আমাদের.শপ দায়বদ্ধ নয়।

এই শর্তাবলী পরিপালন করে না এমন যেকোনো ব্যবহারকারীকে আমাদের.শপ-এ প্রবেশাধিকার এবং/অথবা মেম্বারশিপ স্থগিত, সীমিত বা বহিষ্কার করার অধিকার আমাদের.শপ সংরক্ষণ করে।

পণ্য ডেলিভারিঃ

আমাদের.শপ ঢাকার ভেতরে নিজস্ব বিক্রয়কর্মীদের মাধ্যমে অর্ডারকৃত পণ্যের পেমেন্ট ও ডেলিভারি দিয়ে থাকে। ক্রেতার কাছে কোনো পণ্য ডেলিভারি করা হলে, ক্রেতা সেই পণ্য গ্রহন করার সময় আমাদের.শপ তাকে একটি নির্দিষ্ট পরিমান ডেলিভারি চার্জ আরোপ করে। আমাদের.শপ যে কোনো সময় এই ফি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। ঢাকার বাইরে পন্য সরবরাহের ক্ষেত্রে পণ্যের সাথে নির্দিষ্ট ডেলিভারি চার্জ একবারে প্রদান করতে হয়। এই ক্ষেত্রে তৃতীয় পক্ষের সাহায্যে পন্যটি ক্রেতার নিকট পৌঁছে দেওয়া হয়।

ডেলিভারির সময় যদি পণ্যটি চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে আমাদের.শপ দায়বদ্ধ নয়, যথাযথ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিক্রেতার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল।

দাবিত্যাগ রীতিঃ

আমাদের.শপ ব্যবহারের জন্য এবং নিম্নোক্ত কারনে অথবা অন্য যেকোনো কারনে উদ্ভূত যেকোনো ধরনের ক্ষতি, দাবি এবং দায়ের বিষয়ে আমাদের.শপ কখনও কোনো দায় বহন করে না এবং দায় মুক্ত থাকে –

(ক) আমাদের.শপ বা এর বিষয়বস্তুতে যেকোনো ধরনের ত্রুটির জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়, কারিগরি বা টাইপোগ্রাফিক্যাল ত্রুটি;

(খ) আমাদের.শপ-এ প্রদত্ত লিংকের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা তার বিষয়বস্তুতে প্রবেশ করলে;

(গ) আমাদের.শপ- এর অপ্রাপ্যতার;

(ঘ) আপনি আমাদের.শপ- এবং তার বিষয়বস্তু ব্যবহার করলে অথবা,

(ঙ) আমাদের.শপ- এর সাথে সম্পৃক্ত যেকোনো যন্ত্রপাতি বা সফটওয়্যার ব্যবহার করলে।

ক্ষতিপূরণের রীতিঃ

ক্রয়কৃত পণ্যে ডেলিভারির প্রদানকালে যেকোনো কারনে পণ্যের কোনরূপ ক্ষতিসাধন হলে আমাদের.শপ পণ্যের অর্ডারকারি বা ক্রেতাকে ক্ষতিপূরণ প্রদান করতে দায়বদ্ধ। ইশপের নিজস্ব দ্রব্যাদি ব্যবহারের সময় কাঙ্খিত ফল না পাওয়ার ক্ষেত্রেও আমাদের.শপ ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। তবে তৃতীয় পক্ষ বা ব্র্যান্ড কতৃক সরবরাহকৃত পণ্যের কাঙ্ক্ষিত ফলাফলের ব্যাপারে আমাদের.শপ কোন প্রকার নিশ্চয়তা প্রদান করছে না।

সার্ভিস চার্জঃ

একজন ব্যবহারকারী এককালীন সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে ইশপে নিবন্ধন করে সেবা চালু করতে পারেন এবং সেবাকে অবিছিন্ন এবং হালনাগাদ রাখতে প্রতিমাসে নামমাত্র সার্ভিস চার্জ দিতে হবে।

আমাদের.শপ এই মূল্যতালিকা ও বিষয়বস্তু সহ যেকোনো ব্যাপার সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। যদি কোনো কারণে নির্ধারিত সময়ে মাসিক সার্ভিস চার্জ বাকি থাকে এবং নিবন্ধন বাতিল করা হয়, তাহলে কোন অর্থ বা পরিষেবাসমূহ ফেরত দেওয়ার জন্য আমাদের.শপ বাধিত নয়।

নিয়ন্ত্রণকারী আইনঃ

আমাদের.শপ বাংলাদেশের আইনের অধীনে পরিচালিত হয়। সকল ক্রেতা, বিক্রেতা, বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীগণ এই মর্মে সম্মত হন যে, আমাদের.শপ ব্যবহার সংক্রান্ত কোনো ধরনের বিরোধ বা দাবির নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশে আদালতের আইন অনুযায়ী বিধান মেনে নিতে বাধ্য থাকবে।

পরিচালনাকারী ও স্বত্বাধিকারীঃ

আমাদের.শপ একটি ক্রয়-বিক্রয় ও অনলাইন সার্ভিস প্রদানকারী ই-বাণিজ্য ওয়েবসাইট যা সলভারস প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়ে থাকে। আমাদের.শপ এর মালিকানা ও স্বত্বাধিকার একমাত্র সলভারস। ওয়েব সাইটের যেকোনো ধরনের মেধাস্বত্ব অধিকার যেমন স্বত্বাধিকার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, ব্যবসায়িক নাম এবং পৃথককারী অন্যান্য ব্রান্ড সলভারস’র সম্পত্তি। উল্লেখ্য যে, সলভারস-এর লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন বিষয় নকল, পুনঃব্যবহার, পুনরায় প্রকাশ, ইন্সটল, পোস্ট, স্থানান্তর, সংরক্ষণ কিংবা আদান-প্রদান করা যাবে না।

আগ্রহীরা হালনাগাদ তথ্যসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ফোনঃ +৮৮-০১৯৫-৩৫৬১-২৪৯
ইমেইলঃ support@solversbd.com
ইনবক্সঃ https://www.facebook.com/amader.shop